শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সামজিক উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা মুলক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিয়া মেমোরিয়াল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩’শ শিক্ষার্থীর মা অভিভাবক অংশ গ্রহন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজুয়ান হায়াত, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ মিজানুর রহমান, বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মো. মোজাহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, ইউপি চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ রুপ কুমার সরকারসহ অনেকেই।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।