জামালপুর সংবাদদাতা : প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুরের মেলান্দহে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য পরিক্ষামূলক স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্ধোধন করা হয়।
এ উপলক্ষে ১৮ জুলাই দুপুরে আমির্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণীসম্পদ ও ভেটিরিনারি হাসপাতাল এর আয়োজন করে।
ইউএনও সেলিম মিঞা এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান লিটু, আমির্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহিদুল্লাহ, প্রধান শিক্ষক মোখলেসুর রহমান প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।