স্টাফ রিপোর্টার : গ্রামীণ সাধারণ জনগোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ঋণ বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে।
মঙ্গলবার দুপুরে এই ব্যাংক থেকে এসএমই ও সাধারণ ঋণ হিসেবে বিভিন্ন গ্রাম সমিতির সদস্যদের দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিতরণ করেছে।
এরমধ্যে এসএমই ঋণের পরিমাণ তিনলাখ নব্বই হাজার এবং সাধারণ ঋণ ৬ লাখ পঁচাশি হাজার টাকা।
ঋনগুলো দৈবগাতি, বিলছায়া, ভবানীপুর, বানিয়াপৈর, হাতিপাড়া গ্রাম উন্নয়ন সমিতিসহ অন্যান্য সমিতির সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
কালিহাতি পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস জানান, মাননীয় প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন করে গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় এনে অলস হাতকে কর্মের হাতে পরিণত করতে নানা প্রকল্প গ্রহণ করেছেন। পল্লী সঞ্চয় ব্যাংক অগ্রযাত্রায় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। তারই ধারাবাহিকতায় আজকে এই ঋণ বিতরণ করা হলো।
একজন ঋণগ্রহিতা শহিদুল ইসলাম জানান, নিজে নগদ টাকা জোগার করে কিছু করতে পারি না। তাই লোন নিলাম গরু কেনার জন্যে।সত্তর হাজার টাকা দিয়া গরু কিনা লালন পালন করমু। এই সহযোগিতা করার জন্যে আমাগোরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
ঋণ বিতরণকালে উপস্থিত ছিলেন জুনিয়র অফিসার হারুনুর রশিদ, ফিল্ড এ্যাসিসট্যান্ট আদুরী রানী দাস।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।