মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) পতিনিধি : পত্নীতলায় দূর্নীতি দমন কমিশন নওগাঁ জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এবং পত্নীতলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রবিবার উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর গঠনের নিমিত্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সভা কক্ষে সাত লক্ষ আশি হাজার টাকা প্রদান এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দূর্নীতি দমন কমিশন নওগাঁ জেলা সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক আল আমিন প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানকে নগদ দশ হাজার টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সূধিজন প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।