বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদ টানা কর্মসূচি হাতে নিয়েছেন।
এরই ধারাবাহিকতায় গত রোববার সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ ও তৃণমূলের সাথে যোগাযোগ বাড়াতে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।
প্রতিদিন তিনি দুটি করে ইউনিয়নের গ্রামে গঞ্জে ছুটে বেড়িয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা সহ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরছেন।
সোমবার (৩ জুলাই) বগারচর ইউনিয়ন ও সাধুরপাড়া ইউনিয়নের পথে প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ।
গণসংযোগকালে তিনি মতবিনিমিয় করেছেন দলীয় নেতা কর্মী, খেঁটে খাওয়া মানুষ সহ অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষদের সাথে।
এসময় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক সহসভাপতি আবু জাফর, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু , উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া, যুগ্ন আহবায়ক শোয়েব আল হাসান সজল সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।