জামালপুর সংবাদদাতা : ৩০ জুলাই উপ-নির্বাচনে জামালপুরের মেলান্দহ পৌরসভার ৪ নং য়ার্ডের কাউন্সিলর পদে নজরুল ইসলাম খান (উটপাখি) ৭৪৮ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ধন্ধি মহির উদ্দিন (পানির বোতল) পেয়েছেন ৬০৫ ভোট। ২৫১২ ভোটারের মধ্যে ১৭৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, আদালত কর্তৃক দোষি সাব্যস্ত হবার পর পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল ফারুক বরখাস্ত হলে এই আসনে উপর নির্বাচনে তিন জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।