[৮৮৯] কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

S M Ashraful Azom
0

: "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ"। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের বর্ণাঢ্য আয়োজনে ২৫ জুলাই মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। 

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন



কুড়িগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ মহোদয়ের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি মোঃ জাফর আলী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ  কাজিউল ইসলাম সহ অতিরিক্ত পুলিশ সুপার। এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা, কুড়িগ্রাম মৎস্য খামার ব্যবস্থাপক শামসুজ্জামান শাহীন।  কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় জানায়, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩  উপলক্ষে কুড়িগ্রামে কালেক্টরেট জামে মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করন। শহরে ব্যানার ফেস্টুন সহযোগে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। সেই সাথে সপ্তহব্যাপী জেলায় মৎস্য দপ্তরের আওতায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।  


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top