জামালপুর সংবাদদাতা : জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল ফারুক বরখাস্ত হয়েছেন। ১৮ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারির কথা নিশ্চিত করেছেন-পৌর নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ভূঞা।
কাউন্সিলর আব্দুল্লাহ আল ফারুক একজন ইটভাটার মালিক। তার বিরুদ্ধে গ্রাহক হয়রানিসহ অর্থ তছরুপের কয়েকটি মামলা দায়ের হয়। মামলায় ওই কাউন্সিলরের সাজা হয়েছে বলে জানান পৌর নির্বাহী কর্মকর্তা। ২০২১ সালের ১৪ ফেব্রæয়ারি মেলান্দহ পৌরসভা নির্বাচনে ফারুক কাউন্সিলর নির্বাচিত হন।
ইতোমধ্যেই জেলা নির্বাচন অফিসার আনোয়ারুল হক স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে ৪ নং ওয়ার্ডে উপনির্বাচনের তপশীলও ঘোষণার কথাও জানানো হয়েছে। ১১ জুলাই মনোনয়পত্র দাখিল, ১২ জুলাই বাছাই, ১৮ জুলাই প্রার্থীতা প্রত্যাহার এবং ৩০ জুলাই ওই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিতের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিতের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।