উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর সভার কাওয়াক সরকারপাড়া মহল্লার মনির সরকারের বাড়ী থেকে ফরিদ উদ্দিনের বাড়ী পর্যন্ত ১০০ মিটার কাঁচা রাস্তা পকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রাস্তার কাজের উদ্বোধন করেন।
পৌরসভার এডিপি প্রকল্পের আওতায় প্রায় ২ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এই এক'শ মিটার রাস্তা পাকাকরণ করা হচ্ছে বলে জানা গেছে।
রাস্তা পাকাকরণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এম. আর ট্রের্ডাস এর স্বর্তাধিকারী মো: মাসুদ রানা জানান, এডিপি প্রকল্প থেকে এই রাস্তার নির্মাণ কাজের বরাদ্দ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই রাস্তার কাজ শেষ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছরিন খাতুন, কাউন্সিলর মো: আজিজুল ইসলাম শাহআলম, ঠিকাদার মাসুদ রানা, ফরিদ উদ্দিন প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধীজন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।