জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশীগেঞ্জে ৭১ টিভি, মানবজমিন এবং বাংলা নিউজ ২৪ .কমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ড নিয়ে স্থানীয় সাংবাদিক-আইনজীবিসহ নিহত সাংবাদিক পরিবারের সাথে মতবিনিময় সভা ১২ জুলািই বিকেল সাড়ে ৪টায় জামিরাবাগে অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক সরকার আবদুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্রিফ করেন-নাদিম হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী। তিনি এই মামলার বিচার প্রাপ্তির বিষয়ে আশাবাদ ব্যাক্ত করে বলেন, যেহেতু দেশে আইন-আদালত আছে। এই মামলার সুষ্ঠু বিচার হবেই। অহেতুক কাওকে অন্যায়ভাবে কিংবা শত্রুতাবশত কিংবা অতি উৎসাহিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়ানো থেকে বিরত থাকতে বলেন। কেননা এই অপপ্রচারগুলো তদন্ত সংস্থাকে বিব্রত করে। চুলছেরা বিশ্রেষণ করেই আসামী সনাক্ত এবং গ্রেপ্তার হচ্ছে। বিচারকার্যটাও সুক্ষ্ণভাবে বিশ্লেষণ করেই হবে।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক এবং নিহত সাংবাদিক নাদিমের পরিবারের লোকজন খোলামেলা কথা বলেন। আইনগত পরামর্শের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনাসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন এড. ইউসুফ আলী।
এসময় বক্তব্য রাখেন-জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হিরা, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন (ইত্তেফাক/এশিয়ান টিভি) , উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর (স্বদেশ সংবাদ), মেলান্দহ রিপোটার্স ইউনিটির সভাপতি মো. শাহ্ জামাল (ইত্তেফাক/৭১ টিভি/নিউ নেশন), ইউনিটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা আলমগীর আহম্মেদ শাহজাহান (সংবাদ সারাবেলা), বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিহ উল হাফিজ বাবু (যায়যায়দিন), বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন (দৈনিক অধিকার), মামলার স্বাক্ষী সাংবাদিক আল মুজাহিদ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক শাহনাজ পারভীন, সাংবাদিক ইমরান আকন্দ, সাংবাদিক নাদিমের পিতা আবদুল করিম, স্ত্রী মনিরা বেগম, কন্যা রাব্বিলাতুল জান্নাত প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিক হত্যা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মিথ্যা বিভ্রান্তি ও উস্কানিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের মা্ধ্যেমে ষড়যন্ত্রে লিপ্তকারিদের সনাক্তসহ তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে নাদিম হত্যা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সাংবাদিক হত্যার বিচার দাবিতে জাতীয় ঐক্য গড়ার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।