জামালপুর সংবাদদাতা : আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে জামালপুরের মেলান্দহ পৌর আ’লীগের যৌথ বর্ধিত সভা ২২ জুলাই মির্জা আজম অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির রাখেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী'র সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, হাজী দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, সম্পাদক মো: জিন্নাহ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।