জামালপুর সংবাদদাতা : সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচনের দাবিতে জামালপুর বিএনপি’র পদযাত্রা ১৮ জুলাই অনুষ্ঠিত হয়।
পদযাত্রাটি বাইপাস মোড় থেকে বের হয়ে শহরেরর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পদযাত্রার পুর্বে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।