লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলাকে হালনাগাদ নিরুপিত তালিকামতে ভূমিহীন-গৃহহীন(ক'শ্রেনী) মুক্ত করার লক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তার হোসেন।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,সহকারী ভূমি কর্সকর্তা আশরাফ আলী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মানিকুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান,অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেছ,অফিসার ইনচার্জ(তদন্ত) আনছার আলী,প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের তহসিলদারসহসহ সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।