জি এম ক্যাপ্টন, কুড়িগ্রাম প্রতিনিধি : ‘সবুজ করি কুড়িগ্রাম’এই শ্লোগানে কুড়িগ্রামে ফলজ,বনজ,ঔষুধি বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম,কুড়িগ্রাম প্রমুখ।
কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল এবং কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথর্ীদের মাঝে বিনামূল্যে ফলজ,বনজ এবং ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়। জেলা সৌন্দয্য বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন সড়ক,শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পুলিশ পাঁচ হাজার ফলজ,বনজ এবং ঔষুধি বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচি শেষে ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম পুলিশ লাইস হলরুমে বিশেষ কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।