[৭৪২] সুবর্ণচরে নদী ভাঙ্গন রোধে ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন

S M Ashraful Azom
0

 : নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্যা নদীর ভাঙ্গন রোধে ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সুবর্ণচরে নদী ভাঙ্গন রোধে ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন



বুধবার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ডিসি চরজিয়া উদ্দিন বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন তিনটি গ্রামের নদীর ভাঙ্গন কবলিত পঁচ শতাধিক মানুষ।


স্থানীয়দের দাবি, উপজেলার ডিসি চরজিয়া উদ্দিন বাজার এবং চরবাগ্যার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ভুলুয়া শাখার চরবাগ্যা নদী ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। বিগত কয়েক বছরে দুই শতাধিক পরিবারের ঘর,বাড়ি চাষের জমি নদী গর্ভেবিলিন হয়ে গেছে। কয়েক বছর ধরে নদীর ভাঙনে ডিসি চরজিয়া উদ্দিন গ্রাম, চরবাগ্যা গ্রাম ও চরমহিউদ্দিন গ্রামের বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।


মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী, মোহাম্মদ হাশেম, নুরল আমিন প্রমূখ।  এ সময় বক্তারা, দ্রুত ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে।   


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top