জামালপুর সংবাদদাতা : জামালপুর শহরের বেহাল সড়ক সংস্কারের কাজে অনিয়ম দুর্নীতি এবং জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জামালপুর নাগরিক কমিটি, সম্মিলিত সামাজিক আন্দোলন যৌথভাবে এই মানবন্ধনের আয়োজন করেছে ।
৬ জুলাই দুপুরে দয়াময়ী চত্বরে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন-জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন ও পৌর কাউন্সিলর বিজু আহমেদ, জামালপুর কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিএম রাজন প্রমুখ।
অভিযোগ ওঠেছে, শহরের প্রধান সড়ক সংস্কারের নামে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিবছর কোটি কোটি টাকা লুটপাট করেছে। প্রায় তিন কিলোমিটার সড়কটি বর্তমানে ব্যবহারে অনুপযোগি হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দেশের সম্পদ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।