নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিম উদদীন মওদুদ অনুসারী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এই মহাসমাবেশ করছে বিএনপি।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকার মতিঝিল এলাকার টয়োটা বিল্ডিংয়ের সামনে থেকে মিছিল নিয়ে তারা সমাবেশে যোগ দেয়। আজ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হবে।
নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল বলেন, হাসনা মওদুদের নির্দেশে তার অনুসারী বিপুলসংখ্যক নেতাকর্মি গতকাল বৃহস্পতিবার রাতেই সমাবেশস্থলে এসে হাজির হয়। তাদের মধ্যে অনেকে রাতভর নয়াপল্টনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এরপর শুক্রবার দুপুরের দিকে পুনরায় তারা ঢাকার মতিঝিল এলাকার টয়োটা বিল্ডিংয়ের সামনে জড়ো হয়। এরপর সেখান থেকে মিছিল নিয়ে মহাসমাবেশস্থলে যোগ দেন।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু নাছের, কবিরহাট পোরসভা যুবদলের আহ্বায় আবু হানিফ, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, কবিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন, নুরনবী বাবর, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এরশাদ হোসেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম জহির উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।