জামালপুর সংবাদদাতা : জামালপুর ইসলামপুরে চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী (৭০) হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আরিফ মিয়া (৩০), বাচ্চা মিয়া (৫৫)।
২ জুলাই র্যাব-১৪’র আভিযানিক দল ইসলামপুর উলিয়া এবং ঢেঙ্গারগড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪’র প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, আটককৃতদের ইসলামপুর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ইসলামপুর উপজেলার রৌহারকান্দা গ্রামে বৃষ্টির পানি নিস্কাশনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী (৭০) কে পিটিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহত মুক্তিযোদ্ধার ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ বাদি হয়ে ১২জনকে আসামী করে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামীরা গা ঢাকা দেয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।