[৯১৬] ঘাটাইলে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

S M Ashraful Azom
0

 : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের  পাঁচটিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য,পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও ঘাটাইল  উপজেলা আওয়ামীলীগের কার্যকরী  সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসানের উদ্যোগে  শনিবার  (২৯ জুলাই) ১৮ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে  ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

ঘাটাইলে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত



টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের  মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসান জানান,ঘাটাইল উপজেলার আরো দুটি স্থানে এধরনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে স্বাস্থ্য খাতের উন্নয়নে আমার এই পদক্ষেপ। যা আরো অনেক দিন অব্যহত থাকবে। 

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


ফ্রী মেডিক্যাল ক্যাম্পে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল হক মিলন,বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইনছান আলী, ঘাটাইল সরকারি জিবিজি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিয়ার রহমান, লোকের পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বেলাল খান, ইউনিয়ন যুবলীগ লীগ নেতা রনি সরকার সহ এসময়  ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top