রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী উপজেলায় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রকল্প ২০২৩ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সহযোগিতায় ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচি ও বাস্তবায়নে আরডিআরএস বাংলাদেশ। অবহিত করণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুর রহমান, অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম, ফায়ার সার্ভিস স্টেশন লিডার সাইফুল ইসলাম, কুটিরচর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, উপজেলা কো-অডিনেটর আলমগীর হোসাইন, গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে প্রকল্প সমন্বয়কারি মুনীর হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন ও সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।