কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ উপজেলার পৃথক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
সোমবার (৩১ জুলাই)দুপুরে থানা চত্ত্বরে সাংবাদিকদের পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধারের বিষয়ে জানান ওসি শ্যামল কুমার দত্ত।
তিনি জানান ২৭,২৮,ও ২৯ জুলাই পৃথক অভিযানে উপজেলার মেঘাই থেকে অ্যপাচি আরটিআর ১৬০ সিসি, পৌর এলাকার বেড়িপোটল গ্রামের রাস্তা থেকে পালসার ১৫০ সিসি,আলমপুর কবরস্থান মোড় থেকে পালসার ব্লু ১৫০ সিসি, সোনামুখী ইউনিয়নের রসিকপুর থেকে একটি ডিসকভার এবং তেকানি ইউনিয়নের কিনারবের গ্রাম থেকে একটি হাঙক মোটরসাইকেল মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের বিষয়টি সাধারণ ডায়রিভূক্ত করা হয়েছে। সঠিক প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিককে বাইকগুলো ফেরত দেয়া হবে।
এর আগে গত ৩১ জুলাই দুপুরে তিনি ১৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং ৮ জনকে গ্রেফতারেরে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন।মূলত নিয়মিত অভিযানের কারণে চোরাই মোটরবাইগুলো নিয়ে বিপদে পড়ে রাতের আঁধারের বাইকগুলো রাস্তায় রেখে যাচ্ছে এর ব্যবহারকারিগণ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।