শফিকুল ইসলাম : আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রৌমারীতে সুইডেনে পবিত্র কুরআন পুড়ানোর প্রতিবাদে এবং অপরাধিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ওলামা পরিষদসহ সর্বস্তরের জনগণ।
শুক্রবার জুমআর নামাজ শেষে উপজেলার ওলামা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়। রৌমারী কেন্দ্রিয় জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার শাপলা মোড় ও থানা মোড় হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করেন।
পরে এ পথ সভায় বক্তব্য রাখেন, মোস্তাফিজুর রহমান, মাওলানা মোকছেদ আলী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সফিয়ার রহমান ও মাওলানা সামছুল আলম প্রমূখ। বক্তারা পবিত্র কুরআন পুড়ানো ও অবমাননাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।