নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর বাবা মাহফুজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার ( ৬ জুলাই) ভোর রাতের দিকে ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্র জানায়, আজ দুপুর ৩টার দিকে কবিরহাট দক্ষিণ বাজারে মাহফুজুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর বাবা অবসর প্রাপ্ত সাব রেজিস্ট্রিার অফিসের কর্মকর্তা মাহফুজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।