লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে সব সময় এতিমদের পাশে রয়েছে। এতিমদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করাই সরকারের সব সময়ের প্রচেষ্টা।
প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুরে রবিবার রাতে জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত ১১টি এতিমখানার অনুকুলে ২য় কিস্তুির চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা এতিম হয়েছেন। তিনি বেদনা খুব ভালোভাবে অনুভব করেন বলেই অসহায় মানুষের ভাগ্য উন্নয়ন করতে প্রতি নিয়তই নিরলস প্ররিশ্রম করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফ আলীর সভাপতিত্বে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস,সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।