বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ডুবে নুসরাত জাহান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে বিলের পাড় গ্রামের বড় বিলে এঘটনা ঘটে। নুসরাত জাহান সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামের লিটন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে বড় বিলে স্থানীয় গ্রামবাসী মাছ ধরতে নামেন। খেলার সাথীদের নিয়ে বিলে মাছ ধরা দেখতে যায় নুসরাত জাহান। এক পর্যায়ে পানিতে পড়ে যায় সে। পরে সকাল ১০ টার দিকে অনেক খোঁজাখুঁজির পর বিলে নুসরাতের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।
সাধুরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি করেছেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান নুসরাতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।