মাসুদুর রহমান : জামালপুরের ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর থেকে ২০ গ্রাম হেরোইনসহ ওয়ালি উল্লাহ (৩৭ ) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (৩ জুলাই ) বিকেলে সাড়ে পাচটায় উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওয়ালি উল্লাহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ইটাচুকি গ্রামের মাও: মো: উছমান গণির ছেলে। ৪ জুলাই মঙ্গলবার মাদক ব্যবসায়ী ওয়ালি উল্লাহকে আদালতে পাঠিছে সদর থানা পুলিশ বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এসআই আছাদুজ্জামান।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে জামালপুর টু ময়মনসিংহ গামী মহাসড়কে গোপালপুর বাজারের চৌরাস্তায় অভিযান পরিচালনা করে এসআই আছাদুজ্জামান এর নেতৃত্বে ডিবি পুলিশের এর একটি দল। এ সময় ২০ গ্রাম হেরোইনসহ ওয়ালি উল্লাহকে গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। পরে ডিবি পুলিশের এসআই আছাদুজ্জামান বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(খ) ধারায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করে৷
এ বিষয়ে জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান,মাদকের সঙ্গে কোনো আপস নয়, পুলিশ সুপারের দরজা থাকবে খোলা। পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রাখা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।