নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে মেহনতী মানুষের পদযাত্রায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মীনি হাসনা জসিম উদদীন মওদুদের অনুসারীরা।
বিকেল সাড়ে ৩টার দিকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে পদযাত্রা সমাবেশের কার্যক্রম শুরু করা হয়।
শুক্রবার (১৪ জুলাই) দুপুর ৩টার দিকে নোয়াখালীর জজকোর্ট সড়কের সামনে থেকে বিশাল শোডাউন নিয়ে নেতাকর্মিরা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে পদযাত্রা সভাস্থলে যায়।
পদযাত্রা মঞ্চে উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক,বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমূখ।
এর আগে পদযাত্রায় অংশ নিতে জেলা শহর মাইজদীর জজকোর্ট সড়কে জড়ো হন কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের হাসনা মওদুদ অনুসারী নেতাকর্মিরা। এদিকে বিএনপির পদযাত্রা ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল বলেন, মেহনতী মানুষের পদযাত্রাকে ঘিরে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। দুই হাজার নেতাকর্মি নিয়ে পদযাত্রায় যোগ দিতে জজকোর্ট সড়কে জড়ো হয়েছি। আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষ করতে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার রহমান পাবেল, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, কবিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক এরশাদ হোসেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জহির উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মেহনতী মানুষের পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল, শ্রমিকদল, মৎসজীবীদল,তাঁতীদল ও জাসাসের উদ্যেগে এই পদযাত্রার আয়োজন করা হয়। এ পদযাত্রায় বৃহত্তর নোয়াখালীর পাঁচটি জেলার নেতাকর্মি অংশ গ্রহণ করবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।