[৭৭২] মওদুদের কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী

S M Ashraful Azom
0

 : নোয়াখালীতে এসে সাবেক প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মওদুদের কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী



শুক্রবার (১৪ জুলাই) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিপুর গ্রামে মওদুদ আহমদের পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে তিনি তার কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন।


নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মেহনতী মানুষের পদযাত্রা সমাবেশে অংশ গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পদযাত্রা সমাবেশ শেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পরামর্শে ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করতে তার গ্রামের বাড়িতে আসেন। এরপর তিনি মওদুদ আহমদের পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি মওদুদ আহমদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।  


এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম, কোম্পানীগন্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মন্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেল, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, কবিরহাট পৌরসভা যুবদলের আহবায়ক আবু হানিফ , কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোতালেব হোসেন মামুন, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন রিদয়, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।  


উল্লেখ্য, ২০২১ সালের ১৬ মার্চ ৮১ বছর বয়সে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে নিজ পারিবারিক কবরাস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।


ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। সাবেক এমপি ও অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। 

ব্যারিস্টার মওদুদ আহমদ ২৪ মে ১৯৪০ সালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমেদ চতুর্থ। পল্লীকবি জসীম উদ্দীনের জামাতা মওদুদ আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে লন্ডনের লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top