জামালপুর সংবাদদাতা : বহুল আলেচিত জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামীর জামিন না মঞ্ঞ্জর করেছে আদালত।
আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন, সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল, আন্দোলন সরকার, মকবুল।
১১জুলাই দুপুরে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবু চেয়ারম্যানসহ ৬ আসামীর জামিনের আবেদন করেন বিবাদীপক্ষ।সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে ৬ আসামীর সবাইকে জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী জামিন বিষয়ে এইসব তথ্য নিশ্চিত করে বলেছেন-সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন গ্রেফতার হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।