উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগ।
রবিবার সকালে পৌর শহরে আওয়ামী যুবলীগের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। এতে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে আলোচনা সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহআলম, এস এম তোফায়েল ইসলাম বকুল, যুবলীগ নেতা আব্দুল বাতেন, পৌর আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ শাহাদাত হোসেন সরকার, সলপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন, সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মশিউল আজম বকুল, বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি- জামায়াত আগামী সংসদ নির্বাচন বাঞ্চাল করতে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবারো আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের সকল ষড়যন্ত্র যুবলীগ নেতাকর্মীরা রুখে দেওয়ার ঘোষণা দেন সমাবেশ থেকে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।