মাসুদুর রহমান : জামালপুরের সরিষাবাড়ীতে পাটক্ষেতে শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে । সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা উত্তর পাড়া গ্রামের কাজম আলীর ছেলে রমজান আলী (৬৫) বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৬:৩০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
খোজ নিয়ে জানা যায়, গত চার বছর পুর্বে জন্মের পর থেকেই নানার বাড়ীতে লালন পালন হচ্ছে শিশুটি । বিভিন্ন সময়ের পাশাপাশি গত ৮ জুলাই শনিবার সরিষাবাড়ী - ডি কেন্দুয়া রোড চাপারকোনা রাস্তার পার্শে সকালে পাটক্ষেতে ধর্ষনের চেষ্টা করে রমজান আলী। পরে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হলে ১১ জুলাই মঙ্গলবার সরিষাবাড়ী থানার এসআই শিব্বির আহমেদ চাপারকোনা এলাকায় যান।
এ বিষয় সরিষাবাড়ী থানার এসআই শিব্বির আহমেদ জানান, আমি চাপারকোনা গিয়েছিলাম। ঘটনার বিষয়ে কি পেয়েছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি সাঈদ ভাইয়ের সাথে কথা বলুন।
এদিকে শিশুটির নানী জানান, এ ঘটনার আমি বিচার চাই।
কথা হলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।