জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে জুয়েলার্স এসোসিয়েশন ৫৮ বছর পূর্তি উপলকক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৭ জুলাই দুপুরে র্যালিটি চিশতি মার্কেটের সামনে থেকে বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান র্যালীর নেতৃত্ব দেন। র্যালী শেষে এসোসিয়েশনের কার্যালয়ে আরৈাচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন-সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম।
বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর আবু সামা, সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র অধিকারী, যুগ্ম সম্পাদক জীবনচন্দ্র রায়, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, সদস্য লিটন সাহা, আবুল হোসেন, সাদা মোল্লা, আব্দুল আওয়াল প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।