কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাহিত্যিকদের সৃষ্টিকর্মকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে দুইদিনব্যাপী সাহিত্যমেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় কাজিপুর উপজেলা শহীদ এম মনসুর আলী মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারী মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোমেনা পারভীন।
এরপর অনুষ্ঠানে মূল প্রবন্ধ কাজিপুর উপজেলার সাহিত্য ও সংস্কৃতি উপস্থাপন করেন সরকারী মনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক আবদুল জলিল, কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু, রাশেদ রেহমান, আব্দুর রাজ্জাক, হুসনেয়ারা আরজু। এরপর কবিতার গঠনকৌশল বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দুইদিনব্যাপী অনুষ্ঠানে একুশটি স্টল অংশ নিচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।