বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুল্লাহ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ ছামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আকরামুল হক, সাধুরপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, মেরুরচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদুল হামিদ, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান হবি, বকশীগঞ্জ ইউনিয়ন সভাপতি মোফাজ্জল হক আলম, বাট্টাজোড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সুরুজ্জামান নেদু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক আবদুল কাদের পেট্রোল, জাতীয় পার্টির নেতা মুছা তারেক, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু সহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।