বকশীগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ জুলাই) বিকালে মালিবাগ মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার , বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, শ্রম বিষয়ক সম্পাদক মিষ্টার রানা, উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল সিরাজী, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম সহ উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।