শফিকুল ইসলাম : বিদ্যুৎস্পর্শে হাবিল (৩২) নামের এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের প্রতিমন্ত্রীর চাতাল এলাকায় এঘটনাটি ঘটে।
সে উপজেলার গোয়ালগ্রামের সিদ্দিক মিয়ার ছেলে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মন্ত্রীর চাতাল এলাকায় কাজ করতে ছিল। একটি বাঁকা রড সোজা করতে গিয়ে ওই রডটি বিদ্যুতের তারের সাথে লাগলে হাবিল মাটিতে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিলকে মৃত্যু ঘোষনা করেন।
এ ঘটনায় ওই এলাকায় শোকেরছায়া নেমে আসে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।