জামালপুর সংবাদদাতা : জামালপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো নরুন্দি মাঝপাড়া গ্রামের আব্দুর রহমান ও নয়াপাড়া গ্রামের সোহেল রানা।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন জানান, শুক্রবার নরুন্দি এলাকার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ময়মনসিংহে গামী ট্রেন ফেল করে পরবর্তী ট্রেনের জন্য স্টেশনেই অপেক্ষা করতে ছিল।
রাত ৮টার দিকে স্টেশন থেকে ওই শিক্ষার্থীকে ময়মনসিংহে পৌঁছে দেবার কথা বলে নরুন্দি মাঝপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় পুলিশ রাতেই অভিযুক্ত দুইজনকে আটক করেছে। এ ব্যাপারি জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।