[৫০৮] মেলান্দহে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

S M Ashraful Azom
0

 : জামালপুরের মেলান্দহে বৃদ্ধ আজগর আলী তারা মুন্সি (৬৫)’র ঝুলন্ত মৃতদেহ  উদ্ধার করেছে পুলিশ। ১৯ জুন সকালে পৌরসভার নাগেরপাড়া থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। তারা মুন্সি নাগেরপাড়া গ্রামের মৃত আ: সামাদ মুন্সির ছেলে বলে জানা গেছে।

মেলান্দহে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার



 প্রত্যক্ষদর্শী হালিমা জানান-সকালে ফজরের নামাজ শেষে গোয়াল ঘরের পাশে খড় আনতে গেলে তারা মুন্সিকে লিচু গাছের সাথে ঝুলতে দেখে চিৎকার দেয়। হালিমার চিৎকারে বাড়ির লোকজন দৌড়ে এসে ঝুলন্ত মৃতদেহ দেখে থানায় খবর দেন। 

আজগর আলী তারা মুন্সির ছেলে আলম (৩৫) জানান-জমি নিয়ে স্বগোত্রীয় হাজেরা বেগম (৭০) গংদের মাঝে বিরোধ চলে আসছিল। তারাই আমার পিতাকে হত্যা করতে পারে বলে সন্দেহ করছি। 

এ ব্যাপারে হামিদা বেগম জানান- ভুলবশত: আমাদের জমি তারা মুন্সির নামে রেকর্ড হয়। এ নিয়ে আদালতে রেকর্ড কারেকশন মামলা চলমান আছে। ইতেমাধ্যেই চলতি বছরের ফেব্রæয়ারি মাসে আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। ১০ দিন আগে এই মামলায় জামিনে এসে ফাঁসানোর জন্য আমার বাড়ির পাশে এসে আত্মহত্যা করেছে। 

মেলান্দহ থানার ডিউটি অফিসার ফয়েজুর রহমান জানান-প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট পাবার পর মৃত্যুর কারণ জানা যাবে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top