[৫৪৬] নন্দীগ্রাম পৌরসভার ১৬ কোটি ৭১ লাখ টাকার বাজেট

S M Ashraful Azom
0

 : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ১৬ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৯৫৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পকে গুরুত্ব দিয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। 

নন্দীগ্রাম পৌরসভার ১৬ কোটি ৭১ লাখ টাকার বাজেট



 গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভা হলরুমে আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। পৌরসভা মেয়রের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মুকুল মিঞা, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, সরফুল হক, শামীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান, প্যানেল মেয়র সাইফুল ইসলাম, কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জল, আবু সাঈদ মিলন, জুলফিকার আলী, সাইদুল ইসলাম মিলন, রফিকুল ইসলাম অপু, শাহিরুল ইসলাম, খোরশেদ আলম, আকরাম হোসেন, নুরনাহার মিষ্টি, ববিতা বেগম, সেলিনা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top