জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ কমিউনিস্ট পার্টির সভাপতি গৌর চন্দ্র সাহা ১ জুন দিবাগত রাত ৮টার দিকে ইহধাম ত্যাগ করেছেন। লোকান দিবান স্বগচ্ছতু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। ছাত্রজীবনেই তিনি বামগণতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত হন।
পরদিন প্রয়াত এই নেতার শেষকৃত্য সম্পন্ন হয়। গৌর চন্দ্র সাহার প্রয়ানে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ সন্তান নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গৌর চন্দ্র সাহার বাড়িতে অগ্নিসংযোগসহ তাঁর পিতা রাম চন্দ্র সাহা এবং ফুফু জামিনী বালা দেবীকে পাকবাহিনীরা হত্যা করে।
Ads1
Ads2
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।