পূর্ণিমা,
যেদিন প্রথম তোমায় দেখেছিলাম
সেদিম থেকে মনটা আমার উতালপাতাল করে,
কষ্টের মাঝেও মিষ্টিমুখে হাসে
তোমার মাঝে লুকিয়ে আছে স্বপ্ন সকল যত।
পূর্ণিমা,
তোমার রুপে নিজেকে হারিয়ে ফেলা
জোছনায় নিজেকে ভাসিয়ে দেয়া,
তোমায় নিয়ে আকাশ পানে থাকিয়ে
আমার অগোছালো লেখা।
পূর্ণিমা,
তুমি ছাড়া আর কিছু ভাসে না দুচোখে
তোমার পায়ের নুপুরের শব্দ বাড়ে বাড়ে বাজে,
হাতের চুড়ির ঝনঝনানি আমায় পাগল করে
চুলের খোঁপায় বেলীফুলের মালাখানি সুগন্ধি ছড়ায়।
পূর্ণিমা,
তোমার দেখায় মগ্ন আমি
সকাল দুপুর রাতে,
তোমায় নিয়ে বুনা আমার কত স্বপ্ন
রাতের পূর্ণিমার আকাশের আলোতে ।
পূর্ণিমা,
রাত দুপুরে ভাবনা কেবল তোমায় নিয়ে ঘেরা
ঘুমের রাজ্যে নিজেকে যায়না হারানো,
সামনে কেবল তোমার ছায়া
ছায়ার সাথে আমার প্রেম প্রেম খেলা।
পূর্ণিমা,
কেমন করে ভুলবো আমি
প্রথম তোমার দেখা,
সেই থেকে কেবল তোমায় নিয়ে
পূর্ণিমার রাতে হাজার স্বপ্ন বুনা।
লেখক
কবি, গবেষক, কলামিস্ট, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।
মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ।
কবি, গবেষক, কলামিস্ট, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।
মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।