সাংবাদিক হত্যা ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না- পুলিশ সুপার নাসির

S M Ashraful Azom
0

 : শান্তিপূর্ণ জেলা জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় অপরাধী যেই হোক আর যত বড়ই হোক  কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ । 

সাংবাদিক হত্যা ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না-  পুলিশ সুপার নাসির



সোমবার (১৯ জুন)  বিকেলে পুলিশ সুপার এক স্বাক্ষাৎকারে বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। 

কাজেই সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোনো অবকাশ নেই। তিনি আরো বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়। 

সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সমাজ ও রাষ্ট্রের উপকার হয়। এ সময় তিনি  সবাইকে সত্য ও বস্তুনিষ্ট সাংবাদিকতা করার আহবান জানান । 

তিনি আরো বলেন, সাধারণ জনগণ যাতে কোনো পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে জামালপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে । 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top