বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের সকল খুনিদের বিচারের দাবিতে শনিবার (১৭ জুন) বিকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে পৌর শহরে বিক্ষোভ মিছিল করা হয়।
বকশীগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নাদিম হত্যা: আরও পড়ুন >>
বিক্ষোভ ও মানববন্ধনে জামালপুর জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার , বকশীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মিজানুর রহমান, ফিরোজ মাস্টার , শাহীনুজ্জামান শাহীন, মিজান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানানো হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।