মো. পলাশ খান : এইচআইভি/এইড্স প্রতিরোধ প্রকল্পের আওতায় ঢাকা আহ্ছানিয়া মিশন বরিশাল সাব ডিআইসির উদ্যোগে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আজ এইচআইভি/এইড্স প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। ঢাকা আহ্্ছানিয়া মিশন বরিশালের জেলা ব্যবস্থাপক মশিউর রহমান অপুর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন এডভোকেট মেহেদী তানিম, সাইফুল ইসলাম, সাংবাদিক সৈয়দ নাঈম, নাইম ইসলাম, প্রফেসর রুপন সাহা, মো. মাহবুবুর রহমানসহ প্রমুখ।
মেহেদী তানিম বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি হলেও দেশের নাগরিক হিসাবে তাদের প্রতি আমাদের দ্বায়বদ্ধতা রয়েছে । এটি যেমন সামাজিক তেমনি পেশাগতও। কেননা তাদের জন্য উপর্যুক্ত পেশার ব্যবস্থা করা না গেলে আমরা তাদের পরিবর্তনের কথা যতই বলি না কেন তাদের প্রচলিত পেশার কোন পরিবর্তন হবে না। পাশাপাশি তাদের প্রতি আমাদের ভালো আচরণ দ্বারা বোঝাতে হবে যে তারা সমাজের অবহেলিত অংশ নয়।
সৈয়দ নাঈম বলেন, হিজড়াদের শুধু এইচআইভি এইডস বা যৌন রোগ সম্পর্কে সচেতন করলেই হবে না বরং তাদের একজন স্বাভাবিক মানুষ হিসেবে বেড়ে ওঠা ও জীবন ধারণের জ্ঞানও অর্জন করতে হবে।
সভায় সকলে হিজড়া জনগোষ্ঠির ঝুঁকিপূর্ন আচরণ পরিবর্তন ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
উল্লেখ্য আইসিডিডিআর,বির ব্যবস্থাপনায় ও গেøাাবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্ত¡াবধানে ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন্স ইন বাংলাদেশ’ প্রকল্পটির মাধ্যমে অত্যন্ত “ঝুঁকিপুর্ণ পূরুষ ও হিজড়া” জনগোষ্ঠীর জন্য এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের আয়োজনে আজকের এই সভা যেখানে আইনজীবী, সংবাদকর্মী, স্কুল ও কলেজ শিক্ষক, ধর্মীয় নেতা, চিকিৎসক, এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।