জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা ৮ জুন বেলা সাড়ে ১১টায় মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহে আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা ৮ জুন মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। |
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্য ও প.প. কর্মকর্তা ডা. গাজী রফিকুল হক, অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, উপজেলা আ’লীগ সম্পাদক মো. জিন্নাহ, নয়ানগর ইউপি চেয়ারম্যান সফিউল আলম শাহাব উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল প্রমুখ।
সভায় আইন শৃঙ্খলা, উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্ত¡া, সমস্যা সম্ভাবনা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট বাস্তবায়নের গুরুত্বারোপ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।