উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক মুক্ত যুব সমাজ গঠনের লক্ষ্যে ক্রীড়া প্রেমিদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেছেন যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন।
বুধবার সকালে উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা, সোনতলা, নৈওকড়, চরতারাবাড়িয়া, রাজাপুর, সলপ ও কানসোনা সহ বিভিন্ন গ্রাম ও মহল্লায় ১১ টি টিমের মধ্যে এ সমস্ত খেলার সামগ্রী বিতরণ করা হয়।
খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সলপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এস. এম মশিউল আজম বকুল, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বাশার ও বিশিষ্ট সমাজ সেবক নাসির উদ্দীন প্রমুখ।
এ সময় স্বপন বলেন, উল্লাপাড়া- সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের নির্দেশে সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য যুব সমাজের মাঝে খেলার সামগ্রী হিসেবে ১১ সেট জার্সি ও ৫৫ টি ফুটবল বিতরণ করা হয়। প্রতিটি গ্রাম ও মহল্লায় আরো সামগ্রী বিতরণ করা হবে। তিনি আরও বলেন, আগামীতে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিক্ষিত, মানবিক ও ক্রীড়া প্রেমি যুব সমাজ গড়ে তুলতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।