জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের খোঁজখবর নিতে যান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি এডভোকেট বাকিবিল্লাহ।
২৪ জুন বিকেলে নিহত সাংবাদিক নাদিমের গ্রামের বাড়ি নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর যান। এ সময় শোকার্ত পরিবারের খোঁজখবর নেন।
এসময় গগণবিদারী দৃশ্যের অবতারণা ঘটে। এডভোকেট বাকিবিল্লাহ এ সময় সাংবাদিকের মেয়ের পড়াশোনার খরচ বহনের আশ্বাস দেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, হারুনুর রশিদ,সিরাজুল ইসলাম, শিলা সারোয়ার, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা,নাজমা পারভীন,প্রধান সহকারী মজিবুর রহমানসহ সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।