জামালপুর সংবাদদাতা : জামালপুর র্যাব-১৪ অভিযান চালিয়ে ১২৭ বোতল মদসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বড় রাংটিয়া এলাকার জালাল উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২৬) এবং লাল মিয়ার ছেলে আবুল কাশেম (২৪)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, ১৮ জুন রাত ১০টার দিকে শেরপুরের বালিজুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মুল্য প্রায় ৬৩ হাজার টাকা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।