সেবা ডেস্ক : ডিজিটাল নিরাপত্ত¡া আইন (ডিএসএ) বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানবনবন্ধন, স্মারকলিপি প্রদান করেছে জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি।
২২ জুন বেলা ১১টায় উপজেলা গেইটে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপেিতত্ব করেন ইউনিটির প্রতিষ্ঠাতা-সভাপতি ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামালপুর ঘাতক দালাল নির্মূল কমিটির কনভেনার, শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও একুশে টিভির সাংবাদিক মুক্তা আহম্মেদ। উদ্ধোধনী বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
সাংবাদিকদের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ভোরের কাগজের প্রবিন সাংবাদিক-শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি রেজাউল করিম লেবু মাস্টার, সংবাদ সারাবেলার সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, ইত্তেফাকের সাংবাদিক এম. শফিকুল ইসলাম ফারুক, শ্যামপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মাস্টার, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি-বিটিভি, আরটিভির প্রডিউসর ও খবরপত্রের প্রতিনিধি ফজলুল করিম, সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ ফরিদ, অর্থ বিষয়ক সম্পাদক-প্রতিদিনের সংবাদের প্রতিনিধি জিল্লুর রহমান রতন, প্রচার সম্পাদক-দৈনিক সংবাদের প্রতিনিধি ছামিউল ইসলাম, সার্চ মানবাধিকার সোসাইটির জেলা সভাপতি নুরুল্লাহ, সহসভাপতি-পৌরকাউন্সিলর আমজাদ হোসেন কালু, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, সাংস্কৃতিক কর্মী হাবিবুর রহমান, সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি শহিদুল্লাহ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।