মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,মৌলভীবাজার : মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজারে মেয়র কাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৩ জুন বিকেলে পৌর সভার মেয়র মো: ফজলুর রহমানের সভাপতিত্বে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, ক্রিড়া সংস্থার বিভাগীয় সহ-সভাপতি মো: আক্তারুজ্জামান, পিপি অ্যাডভোকেট রাদাপদ দেব সজল, জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জুনেদ আহমদ, কাউন্সিলর ফয়ছল আহমদ, মো: নাহিদ হোসেন, ছালেহ আহমদ পাপ্পু।
উদ্বোধনী দিনে ১ম রাউন্ডে নরসিংদী খেলোয়াড় সংসদ বনাম শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে উপভোগ্য খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-২ গোলে শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমি বিজয়ী হয়। খেলায় বিভিন্ন জেলার ১৬ টি দল অংশগ্রহণ করছে।
যথাক্রমে অংশগ্রহণকারী দলগুলো ১।হবিগঞ্জ জেলা খেলোয়াড় কল্যণ সমিতি ২।নুনু একাডেমি তাজপুর সিলেট ৩।শ্রীমঙ্গল ফুটবল একাডেমি ৪।সানজানা এলেভেন সুনামগঞ্জ ৫।এফ,সি মৌলভীবাজার
৬। নরসিংদী জেলা খেলোয়াড় কল্যাণ সংসদ ৭।আহিয়ান মিজান ফুটবল একাদশ বিয়ানীবাজার ৮।ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার
৯।শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমি ১০।সমরগাও ফুটবল একাডেমী নবীগঞ্জ ১১।ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র সিলেট ১২।পি ওয়াই ও এফসি ( PYO FC ) সিলেট ১৩।এস আর স্পোর্টস ওয়ার্ল্ড সিলেট ১৪।রবিরবাজার ফুটবল একাডেমি কুলাউড়া ১৫। VSFA দয়ামির ওসমানীনগর সিলেট ১৬।সুনামগঞ্জ জুনিয়ার ফুটবল একাডেমি।
১৩ জুন থেকে ১৬ জুন অনুষ্ঠিত হবে কোয়াটার ফাইনাল। ১৯ জুন ও ২০ অনুষ্ঠিত হবে সেমি ফাইনাল এবং ফাইনাল খেলার তারিখ পরবতীর্তে জানানো হবে। প্রতিদিন বিকেল সাড়ে ৩ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।